ঋগ্বেদ ১০।১২৩

ঋগ্বেদ ১০।১২৩
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১২৩
বেন দেবতা। বেন ঋষি

১। বেন নামে যে দেবতা তিনি(১), জ্যোতিঃদ্বারা পরিবেষ্টিত, তিনি জল নির্মাণকারী আকাশমধ্যে সুৰ্যকিরণের সন্তানরূপ জলদিগকে পৃথিবীতে প্রেরণ করেন। যখন সূর্যের সহিত জলের মিলন হয়, তখন বুদ্ধিমান কারিগণ সেই বেন দেবকে বালকের ন্যায় নানা মিষ্ট বচনে সন্তুষ্ট করেন।

২। বেনদেব আকাশস্বরূপ সমুদ্র হইতে জলের তরঙ্গ প্রেরণ করিতেছেন, এই কারণে আকাশে সেই উজ্জ্বলমুর্তি বেনদেবের পৃষ্ঠদেশ দৃষ্ট হইল, জলের যে সমুন্নত স্থান, অর্থাৎ আকাশ, তথায় তিনি দীপ্তি পান। তাঁহার পারিষদেরা সর্বসাধারণ উৎপত্তিস্থান আকাশকে প্রতিধ্বনিত করিল।

৩। জলগুলি বেনের সহিত একস্থানবৰ্ত্তী, অর্থাৎ আকাশে থাকে; তাহার বৎসের মাতা, অর্থাৎ বিদ্যুতের জননীরূপা; তাহারা একস্থানবর্তী বেনের দিকে শব্দ করিতে লাগিল। জলের উন্নত উৎপত্তিস্থানে, অর্থাৎ আকাশে মধু তুল্য বৃষ্টি বারির শব্দ উদয় হইয়া বেনকে সংবর্ধনা করিতেছে।

৪। বুদ্ধিমান্ স্তবকারিগণ প্রকাণ্ড পশুবিশেষের ন্যায় বেনের শব্দ শ্রবণ করিল, তাহাতে তাহার বুদ্ধিপূর্বক তাহার রূপ কল্পনা করিল। তাহারা বেনকে যজ্ঞদানপূর্বক নদীর ন্যায় প্রভূত জল প্রাপ্ত হইল। সেই গন্ধর্বরূপী বেন জলের প্রভু।

৫। বিদ্যুৎ যেন একটা অপ্সরা, বেন যেন তাহার উপপতি, তিনি যেন বেনকে দেখিয়া ঈষৎ হাস্যপূর্বক আলিঙ্গন করিতেছেন। বেন তাঁহার প্রেমাস্পদ নায়কের স্থায় প্রেয়সীর রতিকামনা পূর্ণ করতঃ সুবর্ণময় পক্ষে উপবেশন, বা শয়ন করলেন।

৬। হে বেন! তুমি স্বর্গে উড্ডীন একটী পক্ষীর ন্যায়, তোমার দুই পক্ষ সুবর্ণময়, তুমি সৰ্বলোক শাসনকারী বরুণের দূত, তুমি জগতের ভরণপোষণ কারী পক্ষী তুল্য। এতাদৃশ তোমাকে সকলে দর্শন করে এবং মনে মনে তোমার প্রতি প্রীতিভাব ধারণ করে।

৭। সেই গন্ধৰ্বৰূপী বেন স্বর্গের উন্নত প্রদেশে উন্নতভাবে দণ্ডায়মান হইলেন। তিনি চতুর্দিকে বিচিত্র অস্ত্রশস্ত্র ধারণ করিয়া আছেন, তিনি আপনার অতি সুন্দরমূৰ্ত্তি আচ্ছাদন করিয়াছেন। এইরূপে অন্তর্হিত হইয়া তিনি অভিলষিত বৃষ্টিবারি উৎপাদন করিতেছেন।

৮। বেনদেব জলপী, তিনি নিজকর্ম সাধনকালে গৃধের তুল্য দূরবিস্তারি চক্ষুদ্বারা দৃষ্টি করিতে করিতে আকাশস্বরূপ সমুদ্রের দিকে গমন করেন। তিনি শুভ্রবর্ণ আলোকের দ্বারা দীপ্যমান হয়েন। দীপ্যমান হইয়া তিনি তৃতীয় লোকে, অর্থাৎ আকাশের উপরিভাগ হইতে সর্বলোকবাঞ্ছিত জলের সৃষ্টি করেন।

————

(১) বৃষ্টিদাতা আলোকময় কোনও দেবকে বেন নামে এই সূক্তে উপাসনা করা হইতেছে।