ঋগ্বেদ ০৭।০৬৫

ঋগ্বেদ ০৭।০৬৫
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৬৫

মিত্র ও বরুণ দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। হে মিত্র ও শুদ্ধবল বরুণ! সূৰ্য্য উদিত হইলে তোমাদের দুই জনকে সূক্ত দ্বারা আহ্বান করি। ইহাদের উভয়ের বল অক্ষীণ ও প্রভূত; সংগ্ৰাম আরব্ধ হইলে উহা জয় লাভ করে।

২। তাঁহারা দেবগণের মধ্যে অসুর। তাঁহারা আর্য্য, তাঁহারা আমাদের প্রজা প্রবৃদ্ধ করেন। হে মিত্র ও বরুণ! আমরা তোমাদিগকে ব্যাপ্ত করিব। তোমাদের ব্যাপ্তিতে দ্যাবাপৃথিবী আমাদিগকে দিবা রাত্ৰি আপ্যায়িত করিবে।

৩। তাঁহাদিগের পাশ প্রভূত। তাঁহারা অনৃতের সেতু(১) এবং শত্রুজনের দুরতিক্রম। হে মিত্র ও বরুণ! নৌকাদ্বারা যেমন জল পার হয়, তোমাদের যজ্ঞের পথে সেইরূপ দুরিত হইতে পার হইব।

৪। মিত্র ও বরুণ আমাদের হব্য সেবায় আগমন করুন; অন্নের সঠিত জলদ্বারা আমাদের গো প্রচারণ স্থান সিক্ত করুন। তোমাদের প্রতি এই লোকে উৎকৃষ্ট হব্য কে দিবে? তোমরা লোকের জন্য স্বৰ্গীয় রমণীয় জল প্রদান কর।

৫। হে মিত্র! হে বরুণ! তোমাদের ও বায়ুর জন্য এই স্তোম দীপ্ত সোমের ন্যায় করা হইল। আমাদের কর্মে প্রবেশ কর, স্তুতি অবগত হও, তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।

——–

(১) অর্থাৎ যজ্ঞরহিত ব্যক্তির পক্ষে সেতুর ন্যায় বন্ধনকারী।