ঋগ্বেদ ০৭।০৯০

ঋগ্বেদ ০৭।০৯০
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০৯০
বায়ু দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। হে বায়ু! তুমি বীর। শুদ্ধ, মাধুৰ্য্যযুক্ত অভিযুত সোম অধ্যর্যুগণ তোমার উদ্দেশে প্রেরণ করিতেছে। তুমি নিযুৎগণকে রথে যোজিত কর অভিমুখে আগমন কর, আনন্দের জন্য অভিযুত সোমরসের ভাগ ভক্ষণ কর।

২। হে বায়ু! তুমিই ঈশ্বর। যে তোমার জন্য উত্তম আহুতি প্রদান করে, হে সোমপায়ী! যে তোমার জন্য শুচি সোম প্রদান করে, মনুষ্যগণের মধ্যে তুমি তাহাকে প্রধান কর, সে সর্বত্র প্ৰাদুর্ভূত হইয়া প্ৰাপ্তব্য ধন লাভ করে।

৩। এই দ্যাবাপৃথিবী যে বায়ুকে ধনাৰ্থে উৎপন্ন করিয়াছেন, দ্যুতিমতি ধিষণ, ধনাৰ্থে যে দেবতাকে ধারণ করেন, অধুনা স্বকীয় নিযুতগণ সেই ৰায়ুকে সেবা করিতেছে। বায়ু দারিদ্র্যে শ্বেতবর্ণ ধন প্রদান করেন।

৪। পাপরহিত, ঊষা সকল সুদিনের হেতু হইয়া তমঃ নাশ করিতেছেন। দীপ্যমান হইয়া বিস্তীর্ণ জ্যোতিঃ লাভ করিতেছেন। উশিজগণ গোরূপ ধন লাভ করিয়াছে, পুরাণ জল তাহাদের অনুসরণ করিয়াছিল।

৫। হে ইন্দ্র ও বায়ু! তাঁহারা যথার্থ মননীয় স্তোত্রদ্বারা দীপ্যমান হইয়া আপনার কর্মদ্বারা বীরগণের বহনীয় রথ বহন করিতেছেন। তোমরা ঈশান, অন্ন সকল তোমাদিগকে সেবা করিতেছে।

৬। হে ইন্দ্র ও বায়ু! যে ক্ষমতাশালী ব্যক্তিগণ আমাদিগকে গো, অশ্ব, নিবাসপ্রদান ও হিরণ্যের সহিত সুখ প্রদান করে, সেই দাতাগণ সংগ্রামে অশ্ব ও বীরগণের সাহায্যে ব্যাপ্ত আয়ুঃ জয় করিয়া লন।

৭। অশ্বের ন্যায় হব্যবাহী, অন্নপ্রার্থী, বলেচ্ছু বসিষ্ঠগণ অর্থাৎ আমরা উত্তম রক্ষার নিমিত্ত উত্তম স্তুতিদ্বারা আহ্বান করিতেছি। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।