ঋগ্বেদ ০৭।০৬৩

ঋগ্বেদ ০৭।০৬৩
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৬৩

প্রথম চার ঋকের ও পঞ্চমের প্রথম অর্ধের সূর্য্য দেবতা; অবশিষ্টের মিত্র ও বরুণ দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। সুভগ, সর্বদর্শী, মনুষ্যগণের সাধারণ, মিত্র ও বরুণের চক্ষুঃস্বরূপ, দ্যুতিমান সূৰ্য্য উদিত হইতেছেন। ইনি চৰ্ম্মের ন্যায় তমোরাশি সংবেষ্টিত করেন।

২। মনুষ্যগণের প্রসবিতা, মহান, পদার্থপ্রকাশক, জলপ্রদ এই সূৰ্য্য একমাত্র চক্রকে পরিবৰ্ত্তিত করিতে ইচ্ছা করিয়া উদিত হইতেছেন। রথভারে নিযুক্ত হরিতবর্ণ অশ্ব উহাকে বহন করিতেছে।

৩। অত্যন্ত দীপ্তিমান এই সূর্য্য স্তোতাগণের স্তোত্র শ্রবণে প্রমত্ত হইয়া ঊষাগণের মধ্যে উদিত হইতেছেন। ইনি আমাদিগকে অভিলষিত প্রদান করেন। ইনি সকলের পক্ষে সমান, নিজের তেজঃ সঙ্কুচিত করেন না।

৪। এই দূরগামী, ত্রাণকর্তা, দীপ্তিমান সূর্য্য শোভমান ও প্রভূত তেজোবিশিষ্ট হইয়া অন্তরিক্ষ হইতে উদিত হইতেছেন। প্রাণীগণ নিশ্চয়ই সূর্য্য কর্তৃক প্রসূত হইয়া অনুষ্ঠেয় কর্ম করিয়া থাকে।

৫। মরণরহিত দেবগণ যে স্থলে এই সূৰ্য্যের জন্য পথ করিয়াছিলেন, গমনশীল গৃধ্রের ন্যায় সেই পথ অন্তরিক্ষকে অনুগমন করে। হে মিত্র ও বরুণ! সূৰ্য্য উদিত হইলে নমস্কার ও হব্যদ্বারা তোমাদের পরিচর্যা করিব।

৬। মিত্র, বরুণ ও অৰ্য্যমা আমাদের নিজের ও পুত্রের জন্য ধন প্রদান করুন। সমস্তই আমাদের সুগম ও সুপথ হউক। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।