ঋগ্বেদ ০৭।০৬১

ঋগ্বেদ ০৭।০৬১
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৬১

মিত্র ও বরুণ দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। হে মিত্র! হে বরুণ! তোমরা দেবতা, তোমাদের চক্ষুঃস্বরূপ শোভনরূপবিশিষ্ট সূৰ্য্য তেজ বিস্তার করতঃ উদিত হইতেছেন। তিনি সমস্ত ভুবন দর্শন করেন, তিনি মৰ্ত্ত্যগণের মধ্যে প্রবৃত্ত স্তোত্র অবগত আছেন।

২। হে মিত্র ও বরুণ! সেই যজ্ঞবান, দীর্ঘশ্রোতা বিপ্র বসিষ্ঠ তোমাদের মনোহর স্তোত্র প্রেরণ করিতেছেন। তোমরা সুকর্মা, তোমরা ইহাঁর স্তোত্র রক্ষা করিয়াছ। তোমরা বহু বৎসর ব্যাপিয়া ইহার কৰ্ম্ম পূর্ণ করিয়াছিলে।

৩। হে মিত্র ও বরুণ! তোমরা বিস্তীর্ণ পৃথিবীকে অতিক্রম করিয়াছ, তোমরা দর্শনীয় এবং মহান দ্যুলোকও অতিক্রম করিয়াছ। তোমাদের দান মনোহর। তোমরা ওষধি ও প্রজাগণের জন্য রূপ ধারণ কর। তোমরা নিমেষরহিতভাবে সত্যপথগামিদিগকে পালন করিয়া থাক।

৪। মিত্র ও বরুণের তেজের স্তব কর। তাঁহাদের বল দ্যাবাপৃথিবী আপন মহিমায় পৃথকরূপে স্থাপন করেন। যজ্ঞরহিতগণের মাসসকল পুত্ররহিত ভাবে গমন করুক। যজ্ঞে স্থিরমতি ব্যক্তি বল প্রবর্দ্ধিত করুক।

৫। হে অমূঢ়! হে ব্যাপ্ত! হে কামবর্ষিদ্বয়! এই তোমাদের স্তুতি হইতে বিস্ময়কর বা পূজাৰ্হ কিছুই দৃষ্ট হয় না। মনুষ্যগণের মিথ্যা স্তুতি দ্রোহকারিগণ সেবা করে। তোমাদের রহস্য যেন অজ্ঞানার্থে না হয়।

৬। হে মিত্র ও বরুণ! তোমাদের যজ্ঞে নমস্কার দ্বারা পূজা করিতেছি। আমি বাধাযুক্ত হইয়া আহ্বান করিতেছি। তোমাদের সেবার্থ নূতন স্তোত্র সকল রচিত হউক। মৎকৃত এই স্তোত্র তোমাদিগকে প্রীত করুক।

৭। হে দেব মিত্র ও বরুণ! তোমাদের যজ্ঞে এই স্তুতি করা হইয়াছে, তোমরা সমস্ত দুৰ্গম আপদ দূর করতঃ আমাদিগকে পার কর। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।