ঋগ্বেদ ০৭।০৮৯

ঋগ্বেদ ০৭।০৮৯
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০৮৯
বরুণ দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। হে রাজা বরুণ! মৃণ্ময় গৃহ যেন আমি প্রাপ্ত না হই। হে সুক্ষত্র(১)! দয়া কর, দয়া কর।

২। হে আয়ুধবান বরুণ! আমি কম্পান্বিত কলেবরে বায়ুচালিত মেঘের ন্যায় গমন করিতেছি। হে সুক্ষত্র! দয়া কর, দয়া কর।

৩। হে ধনবান, নিৰ্ম্মল বরুণ! অশক্তিপ্রযুক্ত কৰ্ম্মের প্রাতিকূল্য প্রাপ্ত হইয়াছি। হে সুক্ষত্র! দয়া কর, দয়া কর।

৪। জলমধ্যে বাস করিলেও তোমার স্তোতাকে তৃষ্ণা প্ৰাপ্ত হইয়াছিল। হে সুক্ষত্র! দয়া কর, দয়া কর।

৫। হে বরুণ! আমরা মনুষ্য, দেবগণের সম্বন্ধে আমরা যে কিছু বিরুদ্ধাচারণ করিয়াছি, অজ্ঞানবশতঃ তোমার যে কর্মে অনবধানতা করিয়াছি, সেই সকল পাপ প্রযুক্ত আমাদিগকে হিংসা করিও না।

————
(১) ক্ষত্র অর্থ বল, সুদক্ষ অর্থে অতিশয় বলবান। ক্ষত্রিয় নামে একটি ভিন্ন জাতি তখনও সৃষ্ট হয় নাই। বরুণদেব ক্ষত্রিয় জাতি ছিলেন না এই সূক্তের প্রথম চারিটি ঋকের শেষে এই শব্দগুলি আছে। “মূলে সুক্ষত্রমূলয়।“ “Have mercy, Almighty, have mercy.”—Max Muller.