ঋগ্বেদ ০৭।০৭৪

ঋগ্বেদ ০৭।০৭৪
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৭৪

অশ্বিদ্বয় দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। হে নিবাসপ্রদ অশ্বিদ্বয়! এই স্বৰ্গেন্ধুগণ (১), তোমাদিগকে আহ্বান করিতেছে, হে কৰ্ম্মধনদ্বয়! আমিও রক্ষার্থ তোমাদিগকে আহ্বান করি। কারণ তোমরা প্রতি প্রজার নিকট গমন করিয়া থাক।

২। হে অশ্বিদ্বয়! তোমরা যে চিত্রধন ধারণ কর, স্তুতিবান ব্যক্তির নিকট তাহা প্রেরণ কর। তোমরা একমন হইয়া তোমাদের রথ আমাদের অভিমুখে প্রেরণ কর, সোমসম্বন্ধীয় মধুপান কর।

৩। হে অশ্বিদ্বয়! তোমরা আগমন কর, নিকটে অবস্থান কর, মধু পান কর। হে অভীষ্টবর্ষী ধনঞ্জয়দ্বয়! তোমরা পয়ঃ দোহন কর, আমাদিগকে হিংসা করিও না, আগমন কর।

৪। তোমাদের যে অশ্বগণ হব্যদাতার গৃহে তোমাদিগকে ধারণ করতঃ গমন করে, হে নেতা অশ্বিদেবদ্বয়! আমাদিগকে কামনা করিয়া সেই শীঘ্রগামী অশ্বের সাহায্যে আগমন কর।

৫। হে অশ্বিদ্বয়! গমনকারী স্তোতাগণ প্রভূত অন্নসেবা করে, তোমরা আমাদিগকে অবিচলিত যশঃ ও গৃহ প্রদান কর। হে নাসত্যদ্বয়! আমরা ধনবান। .

৬। যাহারা পরকীয় ধন গ্রহণ না করিয়া মনুষ্য মধ্যে মনুষ্য রক্ষক হইয়া তোমার নিকট রথের ন্যায় গমন করে, তাহারা নিজের বলে বৰ্দ্ধিত হয় এবং সুনিবাস স্থানে গমন করে।

———–

(১) মূলে “দিবিষ্টয়ঃ” আছে।