ঋগ্বেদ ০৯।১১১

ঋগ্বেদ ০৯।১১১
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ১১১
পবমান সোম দেবতা। অনানত ঋষি।

১। যেমন সূৰ্য্য নিজ মণ্ডলসংযুক্ত কিরণমালা দ্বারা অন্ধকার নষ্ট করেন, তদ্রুপ সোম এই উজ্জ্বল দীপ্তি ধারণপূর্বক সকল শত্ৰু সংহার করছেন। প্রস্তুত হইবার পর ইহার ধারা ঔজ্জ্বল্য ধারণ করিতেছে, ইনি শোধিত হইয়াহরিতবর্ণ ও তেজোময় হইতেছেন। সপ্তছন্দের স্তুতি প্রাপ্ত হইয়া ইনি তাবৎ বস্তুর দিকে নিজ তেজঃ বিস্তার করিতেছেন।

২। হে সোম! পণিগণ যে গোধন অপহরণ করিয়াছিল, তাহা কোথায় ছিল, তুমি তাহা জানিতে। তুমি যজ্ঞস্থানে স্তুতিবাক্য লাভ করিতে করিতে জলের দ্বারা শোধিত হও। যেরূপ দূর হইতে সামধ্বনি শুনা যায়, তদ্রূপ তথায় তোমার শব্দ শুনা যায়। তিন আধরে স্থাপিত মূৰ্তিদ্বারা তুমি অন্ন দান কর এবং ঔজ্জ্বল্য ধারণ কর।

৩। অতি সুদৃশ্য স্বর্গীয় রথ কিরণমণ্ডলে পরিবেষ্টিত হইয়া সতর্কভাবে পূর্বদিকে অগ্রসর হইতে থাকে। ইন্দ্র যাহাতে জয়ী হয়েন, সেই নিমিত্ত পুরুষবর্গের প্রশংসা বাক্য ইন্দ্রকে আহলাদিত করিয়া উচ্চারিত হইতে থাকে। হেসোম! যুদ্ধে জয়লাভের জন্য তখন তুমি এবং বজ্র ইন্দ্রের নিকট একত্র হইয়া থাক।