ঋগ্বেদ ০৯।১০৩

ঋগ্বেদ ০৯।১০৩
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ১০৩
পবমান সোম দেবতা। দ্বিত ঋষি।

১। যজ্ঞের ধারণকর্তা সোম শোধিত হইতেছেন, ইনি স্তবের প্রতি অতি সন্তুষ্ট। যে স্তুতিবাক্য উপস্থিত হইতেছে, তাহা পরিপূর্ণরূপে ইহাকে অর্পণ কর, ইহার পারিভোষিকের ন্যায় ইহাকে তাহা দাও।

২। দুগ্ধের সহিত মিশ্রিত হইয়া ইনি মেষলোম অক্রিমপূর্বক যাইতেছেন। উজ্জ্বলবর্ণ ধারণপুৰ্ব্বক ইনি শোধিত হইয়া তিন আধারে সঞ্চিত হইতেছেন।

৩। মধুপূর্ণ কলসের উপরে যে মেষলোম আছে, তাহাতে সোম যাইতেছেন। ঋষিগণ সপ্তছন্দের স্তবের দ্বারা তাকে স্তব করিলেন।

৪। দুর্ধর্ষ সোম সৰ্ব্বদেবময়, ইনি স্তবগুলি স্ফুর্তি করিয়া দেন, ইনি শোধিত হইয়া উজ্জলবর্ণ ধারণপূর্বক ফলকদ্বয়ের মধ্যে প্রবেশ করিলেন।

৫। হে অমর সোম! পুরোহিতগণ তোমাকে শোধন করিতেছেন, তুমি দাতা হইয়া ইন্দ্রের সহিত এক রথে আরোহণপূর্বক দেবতাদিগের সমস্ত আহারীয় সামগ্ৰার সহিত মিলিত হও।

৬। সোমদেব দেবতাদিগের জন্য প্রস্তুত হইয়াছেন, ইনি ক্ষরণশীল হইয়া যুদ্ধ ঘোটকের ন্যায় চতুর্দিকে যাইতেছেন।