ঋগ্বেদ ১০।১৮০

ঋগ্বেদ ১০।১৮০
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৮০
ইন্দ্র দেবতা। জয়ঋষি।

১। হে পুরুহুত! তুমি বিপক্ষদিগকে পরাভব করিয়া থাক। তোমার তেজ সর্বশ্রেষ্ঠ। এইস্থানে তোমার দান প্রবৃত্ত হউক। হে ইন্দ্র! দক্ষিণ হস্তে করিয়া পরিপূর্ণ ধন দাও, তুমি ধনপূর্ণ নদী সকলের, অর্থাৎ ধনের স্রোতের অধীশ্বর।

২। পৰ্বতবাসী ক্ষুদ্রচরণবিশিষ্ট পশু যেরূপ ঘোরাকৃতি, হে ইন্দ্র! তদ্রুপ তুমি ভয়ঙ্কর মুর্তিতে অতিদূরবর্তী স্বর্গধাম হইতে আসিয়াছ, সর্বত্র গতিশীল তীক্ষ্ণ বজ্রকে আরো শাণিত করিয়া শত্ৰুদিগকে তাড়না কর, বিপক্ষদিগকে দূরীকৃত কর।

৩। হে ইন্দ্র! তুমি এরূপ সুন্দর তেজঃ লইয়া জন্মিয়াছ যে তেজের দ্বারা পরের অত্যাচার নিবারণ করিয়া থাক। তুমি মনুষ্যবর্গের কামনা পূর্ণ কর, শত্রুতাচরণকারী লোকদিগকে তুমি তাড়াইয়া দিয়াছ। দেবতাদিগের জন্য ভুবন বিস্তীর্ণ করিয়া দিয়াছ।