ঋগ্বেদ ১০।১৬৯

ঋগ্বেদ ১০।১৬৯
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৬৯
গাভী দেবতা। শবর ঋষি।

১। সুখকর বায়ু গাভীদিগকে বীজন করুন; গাভীগণ বলধায়ক তৃণ পত্রাদি আস্বাদন করুক; প্রচুর ও প্রাণের পরিতৃপ্তিকর জল পান করুক। হে রুদ্রদেব! চরণবিশিষ্ট অন্নস্বরূপ এই যে গাভীগণ ইহাদিগকে স্বচ্ছন্দে রাখ।

২। গাভীগণ কখন অনেকে এক বর্ণবিশিষ্ট হয়, কখন ভিন্ন ভিন্ন বর্ণবিশিষ্ট হয়, কখন সর্বাঙ্গে এক বর্ণবিশিষ্ট হয়। অগ্নি যজ্ঞ উপলক্ষে তাহাদিগের নাম সকল অবগত হয়েন। অঙ্গিরার সন্তানেরা তপস্যাদ্ধারা তাহাদিগকে পৃথিবীতে সৃষ্টি করিয়াছেন। হে পৰ্জ্জন্যদেব! তাহাদিগকে সুখস্বচ্ছন্দ বিতরণ কর।

৩। গাভীগণ আপনার শরীর দেবতাদিগের যজ্ঞ জন্য দিয়া থাকে(১); সোম তাহাদিগের অশেষ আকৃতি অবগত আছেন। হে ইন্দ্র! তাহাদিগকে দুগ্ধে পরিপূর্ণ করিয়া এবং সন্তানযুক্ত করিয়া আমাদিগের জন্য গোষ্ঠে পাঠাইয়াদাও।

৪। তাবৎ দেবতা ও পিতৃলোকদিগের সঙ্গে পরামর্শ করিয়া প্রজাপতি আমাকে এই সকল গাভী উপঢৌকন দিয়াছেন। সেই সকল গাভীকে কল্যাণ যুক্ত করিয়া তিনি আমাদিগের গোষ্ঠমধ্য সংস্থাপন করুন, যেন আমরা সেই সকল গাভীর সন্তান প্রাপ্ত হই।

————

(১) অর্থাৎ আহুতিরূপে গাভী অর্পন করা যায়।