ঋগ্বেদ ১০।১৬৭

ঋগ্বেদ ১০।১৬৭
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৬৭
ইন্দ্র দেবতা। বিশ্বামিত্র ও জগদগ্নি ঋষি।

১। হে ইন্দ্র! এই মধুতুল্য সোমরস তোমার জন্য ঢালা হইতেছে, এই যে সোমের কলস প্রস্তুত করা হইতেছে, তুমিই তাহার প্রভু। তুমি আমাদিগের জন্য প্রচুর ধন ও বিস্তর লোকজন উৎপাদন করিয়া দাও। তুমি তপস্যা করিয়া স্বৰ্গজয়ী হইয়াছ(১)।

২। যে ইন্দ্র স্বর্ণজয়ী হইয়াছেন, যিনি সোমসদৃশ আহার পাইলে বিশিষ্ট রূপ আমোদ করেন, সেই ইন্দ্রকে এই সকল প্রস্তুত করা সোমরসের নিকটে আসিতে আহ্বান করিতেছি। আমাদিগের এই যজ্ঞের সংবাদ লও; এই স্থানে এস। শত্রুবিজয়কারী ইন্দ্রের নিকট আমরা শরণাপন্ন হইতেছি।

৩। সোম এবং রাজা বরুণ আমাকে আশ্রয় দিয়াছেন, বৃহস্পতি এবং অনুমতিদেবী মঙ্গল করিতেছেন; হে ইন্দ্র! তোমার তবে প্রবৃত্ত হইয়াছি। হে ধাতা! হে বিধাতা! তোমাদিগের অনুমতিতে আমি কলস কলস সোমরস পান করিলাম।

৪। হে ইন্দ্র! তোমাকর্তৃক প্রেরিত হইয়া আমি চরুসহকারে আর আর আহারের দ্রব্য প্রস্তুত করিয়াছি; সর্ব প্রথম স্তবকৰ্ত্তা হইয়া আমি এই স্তবটীকে পরিষ্কার করিয়া রচনা করিয়াছি। (ইন্দ্রের উক্তি) -হে বিশ্বামিত্র ও জমদগ্নি!তোমরা সোম প্রস্তুত করিলে আমি যখন ধন লইয়া তোমাদিগের গৃহে আগমন করি, তখন তোমরা উত্তমরূপে স্তব কর।

————

(১) তপস্যাদ্বারা স্বৰ্গ জয়ের কথা আমরা কেবল দশম মন্ডলেই দেখিতে পাই।