ঋগ্বেদ ১০।১৭২

ঋগ্বেদ ১০।১৭২
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৭২
ঊষা দেবতা। সংবর্ত ঋষি।

১। হে ঊষা! চমৎকার তেজের সহিত তুমি এস; এই দেখ, গাভীগণ পরিপূর্ণ আপীন হইয়া পথে চলিয়াছে।

২। হে উষা! উৎকৃষ্ট স্তব গ্রহণ করিতে এস; এই দেখ, যজ্ঞকর্তা বিশিষ্ট দানের সামগ্রী লইয়া যৎপরোনাস্তি বদান্যতার সহিত যজ্ঞ সম্পাদন করিতেছেন।

৩। এই দেখ, আমরা অন্নের সংগ্রহ করিয়া উৎকৃষ্ট উৎকৃষ্ট বস্তু দান করিতে উদ্যত হইয়াছি, সূত্রের ন্যায় এই যজ্ঞ বিস্তার করিতেছি, তোমাকে যজ্ঞ দিতেছি।

৪। উষা আপনার ভগিনী রজনীর অন্ধকার নষ্ট করিলেন। প্রকৃষ্টরূপে বৃদ্ধি প্রাপ্ত হইয়া রথ চালাইলেন।