ঋগ্বেদ ১০।১৫৩

ঋগ্বেদ ১০।১৫৩
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৫৩
ইন্দ্র দেবতা। ইন্দ্র মাতা নামে ঋষিগণ।

১। ক্রিয়ানিপুণ ইন্দ্রমাতাগণ সদ্যপ্রসূত ইন্দ্রের নিকটে যাইয়া তাহার সেবা করিতেছেন এবং তাহার প্রসাদে উৎকৃষ্ট ধন প্রাপ্ত হইয়াছেন।

২। হে ইন্দ্র! তুমি বলবীৰ্য্য ও তেজঃ হইতে জন্মগ্রহণ করিয়াছ, অর্থাৎ ঐ গুলিই তোমার উপাদান। হে বর্ধনকারী! তুমিই অভিলাষ পূরণকর্তা।

৩। হে ইন্দ্র! তুমি বৃত্রের নিধনকর্তা, তুমি আকাশকে বিস্তারিত করিয়াছ। তুমি আপন ক্ষমতার স্বর্গকে উন্নত করিয়া রাখিয়াছ।

৪। হে ইন্দ্র! সূৰ্য তোমার সহচর, তুমি তাহাকে দুই হস্তে ধারণ করিয়া আছ। তুমি বলপূর্বক বজ্রকে শাণিত করিয়া থাক।

৫। হে ইন্দ্র! তুমি তাবৎ জন্তুকে নিজ তেজে অতিভব কর; এতাদৃশ তুমি সমস্ত স্থানই আক্রমণ করিয়া রহিয়াছ।