ঋগ্বেদ ১০।১৬৪

ঋগ্বেদ ১০।১৬৪
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৬৪
দুঃস্বপ্ন নাশ দেবতা। প্রচেতা ঋষি।

১। কে দুঃস্বপ্ন দেবতা! তুমি মনকে অধিকার করিয়াছ; তুমি সরিয়া যাও; পলায়ন কর; দুর স্থানে যাইয়া বিচরণ কর। অতিদূরে যে নিঋতি দেবতা আছেন, তাহাকে যাইয়া কহ, যে জীবিত ব্যক্তির বিস্তর মনোরথ, অতএব তিনি কেন মনোরথ ভঙ্গ করেন।

২। জীবিত ব্যক্তির বিস্তর মনোরথ থাকে; সে উৎকৃষ্ট কাম্য বস্তু প্রার্থনা করে, উৎকৃষ্ট ও সুন্দর ফল লাভ করিবার ইচ্ছা করে। যম যেন কল্যাণ চক্ষুতে দৃষ্টিপাত করেন।

৩। আশা করিবার সময়, আশা ভঙ্গ হইবার সময়, আশা সফল হইবার সময়, কি জাগ্ৰদবস্থায়, কি নিদ্রাবস্থায়, যাহা কিছু অপকর্ম করি, সেই সমস্ত ক্লেশকর পাপকে অগ্নি আমাদিগের নিকট হইতে দূরে লইয়া রাখুন।

৪। হে ইন্দ্র! হে ব্ৰহ্মণস্পতি! যে পাপ আমরা করিয়াছি, অঙ্গিরার সন্তান প্রচেতা শত্রুকৃত সেই অকল্যাণ হইতে আমাদিগকে রক্ষা করুন।

৫। অদ্য আমরা জয়ী হইয়াছি, যাহা লাভ করিবার তাহা পাইয়াছি, অপরাধমুক্ত হইয়াছি। জাগ্ৰৎ অবস্থায়, বা নিদ্রাবস্থার সময়, বা সংকল্প জন্য, যাহা কিছু পাপ ঘটিয়াছে, তাহা আমাদিগের দ্বেষভাজন শত্রুর নিকটে যাউক। যাহাকে আমরা দ্বেষ করি, তাহার নিকটে যাউক(১)।

————

(১) এটাও দুঃস্বপ্ন বা অন্য অমঙ্গল নাশের মন্ত্র, আধুনিক, তাহা বলা বাহুল্য।