ঋগ্বেদ ১০।১৭৯

ঋগ্বেদ ১০।১৭৯
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৭৯
ইন্দ্র দেবতা। শিবি, প্রতর্দন ও বসুমনা যথাক্রমে ঋষি।

১। হে পুরোহিতগণ! গাত্রোত্থান কর। সময়োচিত ইন্দ্রের যে যজ্ঞ ভাগ তাহার উদ্যোগ কর। যদি উহা পক্ক হইয়া থাকে, হোম কর; যদি পক্ক না হইয়া থাকে উৎসাহিত হও, অর্থাৎ উৎসাহপূর্বক পাক কর।

২। হে ইন্দ্র! এই হব্য পাক করা হইয়াছে, ইহার নিকটে আগমন কর। দেখ সূর্য্যদেব আপনার দৈনন্দিন পথের অর্ধেক অতিক্রম করিয়াছেন। এই দেখ যেমন কুলতিলক পুত্রেরা ইতস্তত বিচরণকারী গৃহকর্তার মুখাপেক্ষা করে, তদ্রূপ বন্ধুগণ বিবিধ যজ্ঞসামগ্রী লইয়া তোমার প্রতীক্ষা করিতেছেন।

৩। গাভীর আপীন মধ্যে দুগ্ধ একপ্রকার পাক করা হয়; আমি জ্ঞান করি যে পরে উহা অগ্নিতে পাক হইয়া অতি উত্তম পাকের অবস্থা প্রাপ্ত হয়, এবং অতি পবিত্র নবীন মূর্তি ধারণ করে। হে বহুধন বিতরণকারী বজ্রধারী ইন্দ্র! দুই প্রহরের যজ্ঞে তোমাকে যে দধি দেওয়া হইতেছে, তাহা আস্থার সহিত পান কর।