সাধনা

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাধনা

সাধনা

দেবী ,      অনেক ভক্ত এসেছে তোমার চরণতলে 
               অনেক অর্ঘ্য আনি , 
         আমি অভাগ্য এনেছি বহিয়া নয়নজলে 
               ব্যর্থ সাধনখানি । 
         তুমি জান মোর মনের বাসনা , 
         যত সাধ ছিল সাধ্য ছিল না , 
         তবু বহিয়াছি কঠিন কামনা 
                দিবসনিশি । 
          মনে যাহা ছিল হয়ে গেল আর , 
         গড়িতে ভাঙিয়া গেল বারবার , 
         ভালোয় মন্দে আলোয় আঁধার 
               গিয়েছে মিশি । 
         তবু ওগো , দেবী , নিশিদিন করি পরানপণ , 
               চরণে দিতেছি আনি 
         মোর জীবনের সকল শ্রেষ্ঠ সাধের ধন 
               ব্যর্থ সাধনখানি । 
    ওগো        ব্যর্থ সাধনখানি 
         দেখিয়া হাসিছে সার্থকফল 
               সকল ভক্ত প্রাণী । 
         তুমি যদি , দেবী , পলকে কেবল 
         কর কটাক্ষ স্নেহসুকোমল , 
         একটি বিন্দু ফেল আঁখিজল 
               করুণা মানি , 
         সব হবে তবে সার্থক হবে 
               ব্যর্থ সাধনখানি । 
  
দেবী ,       আজি আসিয়াছে অনেক যন্ত্রী শুনাতে গান 
               অনেক যন্ত্র আনি , 
           আমি আনিয়াছি ছিন্নতন্ত্রী নীরব ম্লান 
               এই দীন বীণাখানি । 
            তুমি জান ওগো করি নাই হেলা , 
             পথে প্রান্তরে করি নাই খেলা , 
             শুধু সাধিয়াছি বসি সারাবেলা 
               শতেক বার । 
           মনে যে গানের আছিল আভাস , 
           যে তান সাধিতে করেছিনু আশ , 
           সহিল না সেই কঠিন প্রয়াস — 
               ছিঁড়িল তার । 
            স্তবহীন তাই রয়েছি দাঁড়ায়ে সারাটি ক্ষণ , 
                 আনিয়াছি গীতহীনা 
           আমার প্রাণের একটি যন্ত্র বুকের ধন 
                 ছিন্নতন্ত্রী বীণা । 
     ওগো          ছিন্নতন্ত্রী বীণা 
           দেখিয়া তোমার গুণীজন সবে 
                 হাসিছে করিয়া ঘৃণা । 
          তুমি যদি এরে লহ কোলে তুলি , 
          তোমার শ্রবণে উঠিবে আকুলি 
           সকল অগীত সংগীতগুলি , 
                 হৃদয়াসীনা । 
           ছিল যা আশায় ফুটাবে ভাষায় 
                 ছিন্নতন্ত্রী বীণা । 
  
       দেবী , এ জীবনে আমি গাহিয়াছি বসি অনেক গান , 
                  পেয়েছি অনেক ফল — 
          সে আমি সবারে বিশ্বজনারে করেছি দান , 
                 ভরেছি ধরণীতল । 
          যার ভালো লাগে সেই নিয়ে যাক , 
          যতদিন থাকে ততদিন থাক্‌ , 
          যশ-অপযশ কুড়ায়ে বেড়াক 
                 ধুলার মাঝে । 
          বলেছি যে কথা করেছি যে কাজ 
          আমার সে নয় সবার সে আজ 
          ফিরিছে ভ্রমিয়া সংসারমাঝ 
                 বিবিধ সাজে । 
          যা-কিছু আমার আছে অপনার শ্রেষ্ঠ ধন 
                 দিতেছি চরণে আসি — 
          অকৃত কার্য , অকথিত বাণী , অগীত গান , 
                   বিফল বাসনারাশি । 
        ওগো       বিফল বাসনারাশি 
             হেরিয়া আজিকে ঘরে পরে সবে 
                       হাসিছে হেলার হাসি । 
             তুমি যদি , দেবী , লহ কর পাতি , 
             আপনার হাতে রাখ মালা গাঁথি , 
             নিত্য নবীন রবে দিনরাতি 
                        সুবাসে ভাসি , 
             সফল করিবে জীবন আমার 
                       বিফল বাসনারাশি । 
Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *