প্রস্তরমূর্তি

হে নির্বাক্‌ অচঞ্চল পাষাণসুন্দরী ,
দাঁড়ায়ে রয়েছ তুমি কত বর্ষ ধরি
অনম্বরা অনাসক্তা চির-একাকিনী
আপন সৌন্দর্যধ্যানে দিবসযামিনী
তপস্যামগনা । সংসারের কোলাহল
তোমারে আঘাত করে নিয়ত নিষ্ফল —
জন্মমৃত্যু দুঃখসুখ অস্ত-অভ্যুদয়
তরঙ্গিত চারি দিকে চরাচরময় ,
তুমি উদাসিনী । মহাকাল পদতলে
মুগ্ধনেত্রে ঊর্ধ্বমুখে রাত্রিদিন বলে
‘ কথা কও , কথা কও , কথা কও প্রিয়ে!
কথা কও , মৌন বধূ , রয়েছি চাহিয়ে । ‘
তুমি চির বাক্যহীনা , তব মহাবাণী
পাষাণে আবদ্ধ ওগো সুন্দরী পাষাণী ।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *