যৌবননদীর স্রোতে তীব্র বেগভরে একদিন ছুটেছিনু ; বসন্তপবন উঠেছিল উচ্ছ্বসিয়া ; তীরউপবন ছেয়েছিল ফুল্ল ফুলে ; তরুশাখা — ' পরে গেয়েছিল পিককুল — আমি ভালো করে দেখি নাই শুনি নাই কিছু — অনুক্ষণ দুলেছিনু আলোড়িত তরঙ্গশিখরে মত্ত সন্তরণে । আজি দিবা-অবসানে সমাপ্ত করিয়া খেলা উঠিয়াছি তীরে , বসিয়াছি আপনার নিভৃত কুটিরে ; বিচিত্র কল্লোলগীত পশিতেছে কানে , কত গন্ধ আসিতেছে সায়াহ্নসমীরে — বিস্মিত নয়ন মেলি হেরি শূন্যপানে গগনে অনন্তলোক জাগে ধীরে ধীরে ।