দুঃসময়

বিলম্বে এসেছ , রুদ্ধ এবে দ্বার , 
জনশূন্য পথ , রাত্রি অন্ধকার , 
গৃহহারা বায়ু করি হাহাকার 
         ফিরিয়া মরে । 
তোমারে আজিকে ভুলিয়াছে সবে , 
শুধাইলে কেহ কথা নাহি কবে , 
এহেন নিশীথে আসিয়াছ তবে 
        কী মনে করে । 
এ দুয়ারে মিছে হানিতেছ কর , 
ঝটিকার মাঝে ডুবে যায় স্বর , 
ক্ষীণ আশাখানি ত্রাসে থরথর্‌ 
         কাঁপিছে বুকে । 
যেথা একদিন ছিল তোর গেহ 
ভিখারির মতো আসে সেথা কেহ ? 
কার লাগি জাগে উপবাসী স্নেহ 
         ব্যাকুল মুখে । 
ঘুমায়েছে যারা তাহারা ঘুমাক , 
দুয়ারে দাঁড়ায়ে কেন দাও ডাক , 
তোমারে হেরিলে হইবে অবাক 
         সহসা রাতে । 
যাহারা জাগিছে নবীন উৎসবে 
রুদ্ধ করি দ্বার মত্ত কলরবে , 
কী তোমার যোগ আজি এই ভবে 
         তাদের সাথে । 
দ্বারছিদ্র দিয়ে কী দেখিছ আলো , 
বাহির হইতে ফিরে যাওয়া ভালো , 
তিমির ক্রমশ হতেছে ঘোরালো 
          নিবিড় মেঘে । 
বিলম্বে এসেছ — রুদ্ধ এবে দ্বার , 
তোমার লাগিয়া খুলিবে না আর , 
গৃহহারা ঝড় করি হাহাকার 
          বহিছে বেগে । 
Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *