সরস্বতী

সরস্বতী

ফুল্ল কমল দল মানস সরসে সঙ্গীত উত্থিত সুকন্ঠ সঙ্গে
ধীর বিকম্পিত মারুত পরশে প্লাবিত অম্বর গীত তরঙ্গে
বিম্বিত গিরি শির তুষার নীরে শত শত দেব অমরগণ তপনে
অমল ধবল জল চঞ্চল ধীরে। বর্ষিত কুসুমাঞ্জলি যুগ চরণে।

ভাসিত রবিকর দূর দিগন্তে কাব্য জগৎময় পূজিত জননী
রঞ্জিত লোহিত তরুশির অন্তে অদ্য তব স্তব নাদিত ধরণী
পবন প্রবাহিত কুসুম সুবাস শত নর যাচিত শতাশ ভার
পূরিত গিরিবর বিলাস আশ। বিদ্যা কবিতা সঙ্গীত হার।

প্রণত তপন কর পদযুগ পদ্মে কি তব সকাশে চাহিব আর
রাজিত পদতল সরসিজ সদ্মে ফলিত স্বকর্মে যাচন ভার
অপর চরণতল মরাল অঙ্গে প্রার্থনা পুরিত আংশিক তপনে
ধবল ধবল পর শোভিত রঙ্গে। পরাংশ সাধিত নর হৃদি যতনে।

ভীত পবনকৃত নিশ্চল বাসে মোহবশে নর সৎপথ ভ্রষ্ট
প্রভাত রবিকর বিম্বিত ত্রাসে কম হৃদি বৃত্তি মুকুলে বিনষ্ট
বীণা বাদিত করতল কমলে আত্ম ছলন কৃত মন দুখ ভার
যন্ত্র বিচর্চিত মলয়জ ধবলে। মাতঃ সে সব বিপদ নিবার॥