পঞ্চাশ বৎসর পরে

পঞ্চাশ বৎসর পরে
(নরেনবাবুকে*)

Be old with me,
The best is yet to be.¹
বুড়ো হও দুজনে থাকিয়া কাছে কাছে
উত্তম ফল এখনও বাকী আছে॥
অনেক বছর দুজনে করেছ ঘর,
বহু দোষগুণ সহেছ পরস্পর।
যা কিছু ঘটেছে সব ভাল, সব ভাল,
অর যা ঘটিবে তাও ভাল, তাও ভাল।
বিধাতার যাহা ভাল লাগে ঘটে তাই,
চোখ কান বুজে সহা ছাড়া গতি নাই॥
সুখং বা যদি বা দুখং, প্রিয়ং যদি বা প্রিয়ম্।
প্রাপ্তং প্রাপ্তমুপাসীত হৃদয়েনা পরাজিতঃ॥²
সুখ বা দুঃখ প্রিয় অপ্রিয় যাহা পাও,
অপরাজিত হয়ে হৃদয়ে মেনে নাও॥

১৮।১।৫৫
১. Browning ২. মহাভারত
* বহুকালের বন্ধু, ‘আর্ট প্রেস’-এর সত্বাধিকারী, পরে ‘সচিত্র ভারত’-এর সম্পাদক শ্রীনরেন্দ্রনাথ মুখোপাধ্যায়।