সুকুমার রায় নেই
বাবুরাম সাপুড়ের দুঃখটা জানো কেউ?
কেন সে যে একা বসে কাঁদে শুধু ভেউ ভেউ?
সুকুমার রায় নেই, আর কে বা দুনিয়ায়
তার বাকি কথাটুকু লিখবে যে হায় হায়!
বিষ ছাড়া সাপ আছে ঝুড়িটার মধ্যে
কেউ আর সেই কথা লেখে নাকো পদ্যে।
হুঁকোমুখো হ্যাংলার আরো বেশি মুখভার
তার কত কেরামতি, দেখল না সুকুমার!
মাছা তাড়া করা কাজ আর নয় শক্ত
মাছিমারা কেরানিরা সব তার ভক্ত।
হাঁসজারু ভাবে বসে ব্যাকরণে সবই সয়
টাশগরু অফিসের বড়বাবু মহাশয়
প্যাঁচা আর প্যাঁচানির চেঁচানির শেষ নেই
যার গোঁফ চুরি গেল, আজ তার কেশ নেই।
সুকুমার রায় নেই, তাঁর লেখা কোথা পাই
‘আবোল তাবোল পড়ো’, আর পড়ো ‘খাই খাই’!