রিংরাং টোটো
বলো দেখি কোন দেশ রিংরাং টোটো
যে দেশের মানুষেরা সব থেকে ছোট
সে দেশের পাহাড়েরা যেন উইঢিবি
সে দেশের সব মেয়ে হরতন-বিবি!
রিংরাং টোটো দেশে গান গায় যারা
গুড় দিয়ে মুড়ি মেখে শুধু খায় তারা
রাজা নেই, মন্ত্রীর ছেলে খায় গজা
ইস্কুলে মাস্টার নেই, খুব মজা!
রিংরাং টোটো দেশে একটাই পথ
গাড়ি নেই, ট্রাম নেই, চলে শুধু রথ।
কপকপ ঘোড়া ছোটে, থপথপ হাতি
সেনাপতি ঘুমোলেই জাগে তার নাতি।
রিংরাং টোটো দেশে সব রিংরাং
রিং ছেলে রাং মেয়ে নাচে ডিংডাং
পিংপং খেলা নিয়ে দিন রাত কাটে
কিংকং বাঁধা থাকে এ-দেশের মাঠে!