খাওয়ার পরে ঘুম

খাওয়ার পরে ঘুম

হাওয়া বয় শনশন, বৃষ্টিরা ঝমঝম,
নুন খেয়ে গুণ গাও, ঝাল খাও কম কম।
মেঘ ডাকে গুরু গুরু, পাখি ডাকে টিট্টি,
আমলকী মুখে দাও, জল খুব মিষ্টি।
মৌমাছি গুন গুন, মাছি ওড়ে ভন ভন,
বেশি আম খাও যদি, ফোঁড়া হবে টন টন।
সেতারের টুংটাং, তবলায় ধপাধপ,
তেতো খাও এক ফোটা, সন্দেশ গপাগপ।
কাচ ভাঙে ঝনঝন, ঝড় আসে হুড়মুড়,
পাউরুটি লাগে খাসা, যদি থাকে ঝোলাগুড়।
নদী বয় কলকল, গাছে গাছে ঝিলমিল,
পান খাও এক খিলি, হাসি পাবে খিলখিল।
কথা হয় ফিসফিস, জল পড়ে টুপটাপ,
আর কত খাবে বলল, চারদিক চুপচাপ।
কাগজের খসখস, নূপুরের রুমঝুম,
খাওয়াদাওয়া হল বেশ, এই বারে টানা ঘুম।
বাজি ফাটে দুমদাম, কাঠফাটা রোদ্দুর,
ঘুম এলে উড়ে যাও, যেতে চাও যদ্দূর!