ফুলডাঙার পুকুর
পুকুরধারে কদমগাছ
তার দুপাশে কলা এবং লিচু
জলে ভাসছে তিনটে হাঁস
ফুরুসগাছে ফুল ফুটেছে কিছু।
কদমগাছে কোকিল আসে
ডাকতে শুনি, যায় তাকে দেখা
এক পা তুলে বকবাবাজি
ধ্যান করে যায় সকাল-দুপুর একা।
তিনটি তালগাছই বড়
ছাড়িয়ে গেছে আর সবার মাথা
অন্য একটা ঝাঁকড়া গাছ
কেউ চেনে না। আসলে তেজপাতা।
টপটপিয়ে বৃষ্টি এসে
কতরকম ছবি আঁকছে জলে
শোল মাছের বাচ্চা হল
পোনার ঝক ঝিকমিকিয়ে চলে।
বিকেলবেলা আকাশ খুশি
সোনার আলো ছড়ায় মেঘ ভাঙা
বাতাস এসে হল্লা করে
ঝুপুস করে পড়ল মাছরাঙা।
তিনটে হাঁস শেষ গা-ধুয়ে
গলা মিলিয়ে জল তিনবার
সূর্যদেব অস্তে গেলেন
অন্ধকার ঢাকল চারিধার।
তালপাতায় শরশরানি
ঝিরঝিরানি ইউক্যালিপটাসে
টুপটুপিয়ে ঝরে শিউলি
কতরকম সুবাস ভেসে আসে।
জানলা দিয়ে তাকিয়ে থাকি
যতই দেখি, তবু মেটে না সাধ,
এখন সব কালোয় ঢাকা
মাঝপুকুরে দোল খাচ্ছে চাঁদ।