আমার বাংলা

আমার বাংলা

শোনো বলি এক আজব দেশের কথা
সে আজব দেশ আমার বাংলা দেশ
বৈশাখে তার নিদারুণ কঠিনতা
আষাঢ়-শ্রাবণে বৃষ্টি বাউল বেশ।

সোনার শরতে শুভ্র মেঘের মতো
অপরূপ সাজে সেজে থাকে সারা দিন
নানা উৎসব আনন্দ আছে যতো
সব নিয়ে আসে—সে সুখ তুলনাহীন।

অঘ্রাণে তার মায়ের মতন স্নেহ
সোনার ধান্যে করে সে আশীর্বাদ
ধান্যের ঘ্রাণে পবিত্র হয় দেহ
ফাল্গুনে পাই নব জীবনের স্বাদ।

কত আর লিখি, লেখার তো নেই শেষ
স্বপ্নেতে গড়া আমার এ বাংলাদেশ ॥