ক্লান্ত সৈনিক পেছনে তাকিয়ে
ৎসেমা চা
বাড়ির পাশে ছিল জমি, ফেরার পথ নেই—
কে তার চাষ করে! এখানে একা শুয়ে
সীমান্তের এ শহরে, স্বপ্ন দেখি
নতুন পাকা ধান, আঃ কি সুঘ্রাণ!
স্বপ্ন ভেঙে যায়, এখন যুদ্ধ
এখানে কুৎসিত রক্ত-গন্ধ।
হানের সম্রাট তবুও প্রাসাদের গহনে শুয়ে থেকে
রাজ্য বাড়াবার স্বপ্ন দেখছেন!
অর্ধ দেশ জুড়ে জ্বলছে আগুন–
প্রতিটি গৃহ থেকে
সুস্থ লোকদের যুদ্ধে ডাক পড়ে।
একথা কে না জানে, সীমান্তের জমি বন্ধ্যা-অফলা
তবুও বিস্ময়, সেই পোড়ো জমির লোভে
কেন এ মারামারি!
দক্ষ চাষিদের যুদ্ধে নিয়ে যাওয়া নিছক অর্থহীন
পাহাড়ি মানুষের তলোয়ারের ঘায়ে মরছে তারা!