প্রতীক্ষার পর

প্রতীক্ষার পর

প্রতীক্ষায় আয়ু বাড়ে, পঁচিশ বছর প্রতীক্ষায়
জন্ম নিল বাংলাদেশ
তুমি চিরজীবী হও!
অশ্রু ও রক্তের কথা আমি জানি
প্রান্তরে নদীর ধারে পড়ে আছে সংখ্যাহীন
মানুষের হাড়
ভস্মীভূত গৃহ সারি, তাল গাছে সাক্ষী আছে
বুলেটের দাগ
পাখিরাও উদ্বাস্তু হয়েছে।
অশ্রুজলে ভেজা মাটি এখন উর্বর
রক্তপাতে লেখা হয়ে গেল
অমর দলিল
এই দেশ চিরজীবী হোক,
প্রতীক্ষায় আয়ু বাড়ে, পঁচিশ বছর প্রতীক্ষায়
দেখেছি বাংলার মুখ–
এই ছবি কখনও মুছবে না
সর্ষে ও শুঁটির ক্ষেতে প্রাণবন্ত কোলাহল
নদীর ওপারে কেউ ডেকে ওঠে
প্রতিধ্বনি ঘুরে ঘুরে যায়
আমার জন্যও একটি ডাক আছে
হাত তুলে বলে উঠি, এই যে, এখানে—
তুমি যতদিন আছা, আমিও এদিকে আছি
তোমার ও রূপের পূজারী।