চলো যাই
সারাদিন রেডিয়োতে কান
মন প্রাণ জুড়ে আছে গোটা বাংলাদেশ
ইচ্ছে হয় আমিও যাই
পুরনো বন্ধুবান্ধবদের পাশে দাঁড়াই
সেই সব চেনা নদী-বিলের
আনাচে কানাচে
শত্রুকে যুযুৎসু মেরে
নিশ্বাস নিই স্বাধীন বাতাসে
যেখানে জন্মেছিলাম, এখন সেখানে
প্রাণ দিতেও পারি
চলো যাই..