বুকের ভিতর ঘড়ি

বুকের ভিতর ঘড়ি

বুকের ভিতরে ঘড়ি, বেজে উঠল প্রথম সংকেত
রাত্রি, তুমি সব বন্দনার চেয়ে দামি
রাত্রি, তুমি ঘুম কেড়ে আজীবন কৃতজ্ঞ করেছ
কৃতজ্ঞ পথের ধুলো পায় পায় উঠে যায় নগ্ন দেবালয়ে
ধুলোর পুরুষ মূর্তি, রাত্রির কৃতজ্ঞপথ নগ্ন দেবালয়ে
কী যেন আহ্বান করে, চোখ মেরে হাসে;
চোখ যে সুখের গুরু, সুখ তার প্রথম উষ্ণতা
রানিকে জানাতে চেয়েছিল,
রানি ও নারীর কাছে শিখে আসে
অপরূপ ঊরু ব্যবহার!