ঘুম

ঘুম

কতদিন এমন সৌরভ তুলে হৃদয়ে ঘুমোবে?
এবার বেরিয়ে এসো, মুখোমুখি মুখ দেখি চৌরাস্তার
পাগল আলোতে
নরম পোকার মতো ঘাসফুলে ভরা এই শহরের পথে
প্রথম যৌবনময় হাত ধরে ক্ষীণ সন্ধেবেলা হেঁটে যাই।

আর তো সময় নেই, জুলপিতে ছোপ লেগেছে সাদা
আমের নতুন মুকুলের গন্ধ ভুলে গেছি, স্মৃতির ভিতরে এত ধাঁধা
ছিল?
রাত্রির বিশাল মাঠে জ্যোৎস্না দেখে ভয় পাই আমি
ঘুম আসে না ঘুমের প্রহরে
হোটেলের কোন ঘরে বিশল্যকরণী বুকে ধরে
কতদিন অন্য রমণীর ঘুম চুরি করে হারিয়ে ফেলেছি তার চাবি…
আজ চোখে পাক দেয় দুঃখ, অপর মুখের কাছে আর
কোনও দাবি নেই!

ফুটেছে অমূল শস্য, হঠাৎ বাতাস বলে, কেমন আছিস?
আর তো সময় নেই, আর তো সময় নেই, কেঁপে ওঠে বুক
নবীন যুবার মতো হাতে নিয়ে বিষ
এখন তোমার কাছে প্রাণপণ, এবার বেরিয়ে এসো, মুখোমুখি
মুখ দেখি চৌরাস্তার পাগল আলোতে
নরম পোকার মতো ঘাসফুলে ভরা এই শহরের পথে
প্রথম যৌবনময় হাত ধরে ক্ষীণ সন্ধেবেলা হেঁটে যাই।