ঋগ্বেদ ০৯।০৩৬
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৩৬
সোম দেবতা। প্রভূবসু ঋষি।
১। রথযোজিত অশ্বের ন্যায় চমূদ্ধয়ে অভিযুত সোম স্থাপিত হইলেন, বেগবান্ সোম সংগ্রামে বিচরণ করিতেছেন।
২। হে সোম! তুমি বাহনকারী, জাগরূক, দেবাভিলাষী, তুমি মধুস্রাবী দশাপবিত্রকে অতিক্রম করিয়া ক্ষরিত হও।
৩। হে পুরাণ শোধনকালীন সোম! আমাদের স্বর্গীয় স্থান সকল প্রকাশিত কর এবং যজ্ঞ ও বলার্থ আমাদের প্রেরণ কর।
৪। যজ্ঞাভিলাষী, ঋত্বিকগণকর্তৃক অলঙ্কত, তাহাদের হস্তদ্বারা মার্জিত সোম মেষলোমময় দশাপবিত্রে শোধিত হইতেছে।
৫। সেই অভিযুত সোম হব্যদাতাকে দ্যুলোক, ভূলোক ও অন্তরিক্ষে সমস্ত ধন ধারণ করুন।
৬। হে বলপতি সোম! তুমি স্তোতাগণের অশ্বাভিলাষী, গবাভিলাষী ও বীরাভিলাষী হইয়া স্বর্গের পৃষ্ঠে আরোহণ কর।