ঋগ্বেদ ০৬।৫৯

ঋগ্বেদ ০৬। ৫৯
ঋগ্বেদ সংহিতা । ৬ষ্ঠ মণ্ডল । সূক্ত ৫৯
ইন্দ্র ও অগ্নি দেবতা। ভরদ্বাজ ঋষি।

১। হে ইন্দ্র ও অগ্নি। তোমরা যে বীরত্ব প্ৰকাশ করিয়াছ, সোমরস, অভিযুত হইলে আমি তোমাদিগের সেই বীরত্ব আগ্ৰহ সহকারে কীৰ্ত্তন করি। দেবদ্বেষ্টা অসুরগণ তোমাদিগকর্তৃক নিহত হইয়াছে, অথচ তোমরা অক্ষত রহিয়াছ।

২। হে ইন্দ্র ও অগ্নি! তোমাদিগের যে জন্মমাহাত্ম্য প্ৰতিপাদিত হয়, তৎ সমুদয় যথার্থ ও অতিশয় প্রশংসনীয়। তোমাদিগের উভয়েরই এক জনক; তোমরা উভয়ে যমজ ভ্ৰাতা ও তোমাদিগের মাতা সর্বত্ৰ বিদ্যমান আছেন।

৩। হে ইন্দ্র ও অগ্নি। দ্রুতগামী অশ্বদ্বয় যেরূপ ভক্ষণীয় ঘাসের অভিমুখে গমন করে, সোমরস অভিযুত হইলে তোমরা ও সেইরূপ সমবেত হইয়া গমন কর। অদ্য আমরা রক্ষাহেতু বজ্রধর ও দানাদিগুণসম্পন্ন ইন্দ্ৰ ও অগ্নিকে এই যজ্ঞে আহ্বান করিতেছি।

৪। হে যজ্ঞের সমৃদ্ধিবিধারক দেব ইন্দ্র ও অগ্নি! তোমাদিগের স্তোত্র সুপ্ৰসিদ্ধ। যে ব্যক্তি সোমরস অভিযুত হইলে অপ্রীতিকর স্তোত্রদ্বারা কুৎসিতরূপে তোমাদিগের স্তব করে, তোমরা তাহার প্রদত্ত সোম গ্ৰহণ করা না।

৫ হে দীপ্তিসম্পন্ন ইন্দ্র ও অগ্নি! কোন মর্ত্ত্য তোমাদিগের এই কাৰ্য্যের বিচারক হইবে, যখন তোমাদিগের মধ্যে এক ব্যক্তি অর্থাৎ সূর্য্যাত্মক ইন্দ্র বিবিধরপে গমনকারী অশ্বগণকে যোজিত করিয়া অগ্নির সহিত এক রথে আরোহণপূর্ব্বক গমন করেন।

৬। হে ইন্দ্র ও অগ্নি! পাদরহিত এই ঊষা প্ৰাণিবর্গের শিরোদেশ উত্তেজিত করিয়া এবং তাহাদিগকে জিহ্বাদ্বারা উচ্চ শব্দ করাইয়া পাদযুক্ত নিদ্রিত জীবগণের অভিমুখবৰ্ত্তিনী হইতেছেন, এবং এইরূপে ত্ৰিশপদ ত্রিংশৎমুহূৰ্ত্ত অতিক্রম করিতেছেন।

৭। হে ইন্দ্র ও অগ্নি! যোদ্ধৃ, পুরুষগণ হস্তদ্বয়দ্বারা ধনুক বিস্তারিত করে। তোমরা এই মহাসংগ্রামে গোগণের অনুসন্ধান সময়ে আমাদিগকে পরিত্যাগ করিও না।

৮। হে ইন্দ্র ও অগ্নি! হননশীল, আক্রমণকারী শত্ৰুগণ আমাদিগকে পীড়িত করিতেছে। তুমি মদীয় শত্রুগণকে বিদূরিত কর ও তাহাদিগকে সূৰ্য্যদর্শন হইতে বঞ্চিত কর, অর্থাৎ বিনষ্ট কর।

৯। হে ইন্দ্ৰ ও অগ্নি! তোমরা দিব্য ও পার্থিব সকল ধনেরই অধিপতি। অতএব এই যজ্ঞে আমাদিগকে সমগ্ৰ জীবনপোষক ধন প্ৰদান কর।

১০। হে স্তোত্রদ্বারা আকর্ষণীয় ইন্দ্র ও অগ্নি! তোমরা আমাদিগের এই সোমরস পান করিবার নিমিত্ত আগমন করি, কারণ তোমরা স্তোত্র ও সমুদয় উপাসনা সমন্বিত আহ্বান শ্রবণ কর।