ঋগ্বেদ ০৬।৫৭

ঋগ্বেদ ০৬। ৫৭
ঋগ্বেদ সংহিতা । ৬ষ্ঠ মণ্ডল । সূক্ত ৫৭
ইন্দ্র ও পূষা দেবতা। ভরদ্বাজ ঋষি।

১। হে ইন্দ্র ও পূষা! অদ্য আমরা আমাদিগের মঙ্গলার্থ তোমাদের সহিত বন্ধুত্বের জন্য ও অন্নলাভের নিমিত্ত তোমাদিগকে আহ্বান করিতেছি।

২। তোমাদিগের মধ্যে এক ব্যক্তি অর্থাৎ ইন্দ্র পাত্র মধ্যে অভিযুত সোমরস পান করিবার নিমিত্ত গমন করেন এবং অপর ব্যক্তি অর্থাৎ পূষাকরম্ভ ভোজন করিতে অভিলাশ করেন।

৩। একের বাহন ছাগগণ, অন্যের বাহন স্থূলকায় অশ্বদ্বয় এবং তিনি অর্থাৎ ইন্দ্ৰ সেই অশ্বদ্বয়সহকারে বৃত্ৰ সংহার করেন।

৪। যখন নিরতিশয় বর্ষণকারী ইন্দ্ৰ মহাবৃষ্টি পাতিত করেন। তখন পূষা ইঁহার সহায় হন।

৫। আমরা বৃক্ষের সুদৃঢ় শাখার ন্যায় পূষা ও ইন্দ্রের অনুগ্রহ বৃদ্ধির উপর নির্ভর করিয়া রহিয়াছি।

৬। সারথি যেরূপ রশ্মি আকর্ষণ করে আমাদিগের প্রক্লষ্ট কল্যাণের নিমিত্তে আমরাও তদ্রূপ পূষা ও ইন্দ্ৰকে অ্যমাদিগের নিকট আকর্ষণ করিতেছি।