চলচ্চিন্তা

চলচ্চিন্তা (প্রবন্ধাবলী) – রাজশেখর বসু

সমাজ স্থির হয়ে নেই, নিরন্তর চলছে অর্থাৎ পরিবর্তিত হচ্ছে। সেই চলন্ত সমাজের কয়েকটি দিশা বা aspect সম্বন্ধে কিছু খাপছাড়া আলোচনা এই বই আছে। বাঙালী পাঠক আজকাল গল্প আর কবিতা ছাড়া অন্য বিষয়ও পড়েন। আশা করি চলচ্চিন্তা নিতান্ত নীরস মনে হবে না।
–রাজশেখর বসু।
আশ্বিন, ১৩৮০।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *