ঋগ্বেদ ০৬।৩৪

ঋগ্বেদ ০৬।৩
ঋগ্বেদ সংহিতা  ৬ষ্ঠ মণ্ডল  সূক্ত 
অগ্নি দেবতা। ভরদ্বজ ঋষি

১। হে ইন্দ্র! অসংখ্য স্তোত্র তোমাতে সঙ্গত হয়। তোমা হইতে স্তোতৃবর্গের পর্যাপ্ত প্রশংসা নির্গত হয়। পূৰ্ব্বকালে ও ইদানীন্তন সময়ে ঋষিগণের স্তোত্র, উপাসন ও মন্ত্র সকল ইন্দ্রের পূজা বিষয়ে পরস্পর স্পর্দ্ধা করে।

২। আমরা যেন সৰ্ব্বদা সেই ইন্দ্রকে প্রসন্ন করি; তিনি বহুলোকের বন্দনীয়, বহুলোককর্তৃক প্রবেধিত, মহান, অদ্বিতীয় এবং যজমানগণ কর্তৃক সম্যকরূপে স্তুত হয়েন। আমরা যেন মহৎ বল লাভ করিবার নিমিত্ত রথের ন্যায় সেই ইন্দ্রের প্রতি অনুরক্ত হইয়া সৰ্ব্বদা তাহার স্তব করি।

৩। সমুদ্ধিবিধায়ক সমুদয় স্তোত্র সেই ইন্দ্রের অভিমুখে গমন করে। কৰ্ম্ম ও স্বতি সকল তাহার কোনরূপ অনিষ্ঠ উৎপাদন করে না, কারণ শত সহস্ৰ স্তবকারী স্থতিভাজন সেই ইন্দ্রের স্তব করিয়া প্রীতি উৎপাদন করে।

৪। যাগদিনে স্তোত্রবৎ পূজা সহকারে প্রদত্ত হইবার জন্য ইন্দ্রের নিমিত্ত মিশ্রিত সোমরস প্রস্তুত হইয়াছে। মরুভূমিতে জল যেরূপ মনুষ্যকে পোষণ করে, তদ্রূপ স্তোত্ৰসকল হব্যসহকারে তাহাকে বৰ্দ্ধিত করে।

৫। সৰ্ব্বব্যাপী ইন্দ্র মহা সংগ্রামে আমাদিগের রক্ষক ও সমৃদ্ধি বিধায়ক হইবেন বলিয়া স্তোতৃবর্গ কর্তৃক এই স্তোত্র আগ্রহ সহকারে ইন্দ্রের প্রতি উক্ত হইয়াছে।