মঞ্চ ও পর্দা
ব্যক্তিত্ব ও ব্যক্তিগত
পরিশিষ্ট ১
পরিশিষ্ট ২

রবি ঘোষ—জীবনপঞ্জি

রবি ঘোষ—জীবনপঞ্জি

১৯৩১-এর ২৪ নভেম্বর উত্তর কলকাতায় জন্ম। পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার।

১৯৪৭-এ ম্যাট্রিক, ১৯৪৯-এ আই.এস.সি পরীক্ষায় পাশ করার সঙ্গে এই বছরই শরীরচর্চার শুরু ব্যায়ামাগারে।

১৯৫২-য় উৎপল দত্ত-র ‘লিটল থিয়েটার গ্রুপ’-এ যোগদান।

কলকাতার পুলিশ (ব্যাঙ্কশাল) কোর্টে ১৯৫৩ সালে চাকরিতে প্রবেশ।

১৯৫৯-এর ২৫ ডিসেম্বর পিতার প্রয়াণ। এই বছরই ৩১ ডিসেম্বর অশৌচ অবস্থায় ‘অঙ্গার’ নাটকের প্রথম রাত্তির থেকেই অভিনয়। এ বছরের ২৪ জুলাই মুক্তি পায় প্রথম অভিনীত চলচ্চিত্র—’কিছুক্ষণ’।

চাকরিতে ইস্তফা ও ‘এল.টি.জি’ ত্যাগ ১৯৬১ সালে।

১৯৬৩ সালে বিশ্বরূপা থিয়েটারে ‘কর্ণার্জুন’ নাটকে প্রথম পেশাদারি রঙ্গমঞ্চে অভিনয়। এ বছরই নিজের নাট্যগোষ্ঠী ‘চলাচল’ গড়ে তোলেন।

অভিনেত্রী অনুভা গুপ্তাকে বিয়ে করেন ১৯৬৬ সালে।

‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির জন্য ‘রাষ্ট্রপতি পুরস্কার’ লাভ ১৯৬৯ সালে। এ বছরই বার্লিন চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের সঙ্গে যান।

১৯৭২ সালে স্ত্রী, দিদি ও মায়ের মৃত্যু।

১৯৭৫ সালে নেতাজি ইনস্টিটিউটে ‘বিবর’ নাটকের মাধ্যমে পেশাদার রঙ্গমঞ্চে প্রথম নাট্যপরিচালক হিসেবে আত্মপ্রকাশ।

১৯৭৭-এ প্রথম বেতার নাটকে অংশগ্রহণ।

১৯৮২ সালে বৈশাখী দাসের সঙ্গে বিয়ে।

১৯৮৬-৮৭ সালে টিভি সিরিয়ালে অভিনয়।

১৯৮৭ সালে যাত্রায় যোগদান।

১৯৮৮ সালে মরিশাস সরকারের আমন্ত্রণে ‘সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসব’-এ যোগ দেন। এ বছরই ‘সাবাস পেটো পাঁচু’ নাটকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান ‘বাংলা চলচ্চিত্র প্রচার সংসদ’-এর কাছ থেকে।

১৯৯২ সালে ‘গুপী বাঘা ফিরে এলো’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ ‘বি.এফ.জে.এ’-র তরফ থেকে।

১৯৯৫-এ আমেরিকা ও ইউরোপ ভ্রমণ।

টিভি সিরিয়াল ‘হুতোমের নকশা’-র শুটিং চলাকালীন ৪ ফেব্রুয়ারি ১৯৯৭ তারিখে আকস্মিক প্রয়াণ।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *