‘ভালোবাসা কারে কয়’
ভালোবাসা সেই অমোঘ, অনন্য অস্ত্র, যা দিয়ে একজন মানুষকে সম্পূর্ণ জয় করা যায়। ভালোবাসা ছাড়া কখনোই একজনের পক্ষে অন্যজনকে বোঝা সম্ভব নয়। সম্ভব নয়, অন্যের ভেতরের গহীন সত্ত্বাকে স্পর্শ করা। ভালোবাসার মাধ্যমেই একজন মানুষ অন্যমানুষকে সম্পূর্ণরূপে বুঝতে পারে। তার ভেতরে যে ব্যক্তিত্ব, সৌন্দর্য আছে, ভালো না বাসলে তা কখনোই দেখা সম্ভব নয়। শুধু তাই নয়, ভালোবাসার মাধ্যমে একজন মানুষ অন্য মানুষের মধ্যে থাকা সম্ভাবনাগুলো দেখতে পারে। বুঝতে পারে ভালোবাসার মানুষটির পক্ষে কী কী করা সম্ভব। ভালোবাসার মাধ্যমেই প্রেমময় মানুষটি তার প্রিয় মানুষটির মধ্যে থাকা সম্ভাবনাগুলোকে বাস্তবায়ন করাতে পারে। প্রকৃত ভালোবাসার মাধ্যমে প্রিয় মানুষটি কী করতে পারে, কী হতে পারে এই বিষয়ে সচেতন করে তোলা যায়, শুধু তাই নয়, তেমন করে তাকে গড়ে তোলা যায়।
লোগোথেরাপিতে প্রেম বলতে যৌনতাকে বোঝায় না। শারীরিক ইন্দ্রিয়ের মাধ্যমে আনন্দ লাভ করাকে বোঝায় না। যৌনতা বা সেক্স ভালোবাসার একটি প্রাথমিক ঘটনা। সাধারণভাবে বলা যায়, যৌনতা ভালোবাসার বহিঃপ্রকাশ মাত্র। ভালোবাসার সংস্পর্শে এসে যৌনতা ন্যায়সঙ্গত এবং পবিত্র হয়ে ওঠে। তবে প্রেম বা ভালোবাসা মানেই যৌনতা নয়। যৌনতা ভালোবাসার একটি প্রতিক্রিয়া মাত্র। ভালোবাসার মাধ্যমে দুজনের একত্র হবার চূড়ান্ত অভিজ্ঞতাকেই যৌনতা বলে।
জীবনের অর্থ খোঁজার তৃতীয় পথটি হলো কষ্টভোগ করা।