দ্য সাইকিয়াট্রিক ক্রেডো
মানুষ সামান্য স্বাধীনতার জন্য কী কী ত্যাগ করতে পারে, তা আগে থেকে কখনোই অনুমান করা সম্ভব নয়। মানুষের স্নায়বিক এমনকি মনস্তাত্ত্বিক স্বাধীনতাও রয়েছে। হতে পারে সেটা খুব সামান্য। প্রকৃতপক্ষে, একজন রোগীর মানসিক অবস্থা বিবেচনা করে তার ব্যক্তিত্বকে নাও বোঝা যেতে পারে।
একজন বদ্ধপাগল তার উপযোগিতা হারাতে পারে। তবু মানুষ হিসেবে তার মর্যাদা সমুন্নত থাকে। মনোরোগ নিয়ে এই আমার দৃঢ় বিশ্বাস। একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আমি এভাবেই চিন্তা করি। এখন যদি জিজ্ঞেস করা হয়, মস্তিষ্কবিকৃতি কখনো ভালো না হবার সম্ভাবনা থাকলে, এই ক্ষেত্রে করণীয় কী? রোগী যদি কখনো ভালো না হবার সম্ভাবনা থাকে, তাহলে তার জন্যে হিমশীতল মৃত্যুই শ্রেয়।