এক্সিসটেনশিয়াল ফ্রাসট্রেশন (অস্তিত্ব-সংকট)
জীবনের মানে খুঁজতে গিয়েও মানুষ হতাশ হতে পারে। লোগোথেরাপির ভাষায় একে বলে, ‘এক্সিসটেনশিয়াল ফ্রাসট্রেশন’ বা অস্তিত্ব-সংকট। এই ‘অস্তিত্ব’ শব্দটির তিনটি অর্থ হতে পারে।
এক. অস্তিত্ব নিজেই। অর্থাৎ সুনির্দিষ্টভাবে মানুষের সত্তা।
দুই. অস্তিত্বের মর্ম।
তিন. নিজের অস্তিত্বের সুনির্দিষ্ট মানে খোঁজা। একে তার ইচ্ছাশক্তিও বলা যায়।
অস্তিত্ব-সংকটের কারণে তার মানসিক সমস্যাও দেখা দিতে পারে। এমতাবস্থাকে লোগোথেরাপির ভাষায় ‘নুজেনিক নিউরোসেস’ বলে।
যা প্রচলিত মানসিক সমস্যা বলতে যা বুঝায়, তার বিপরীত। নুজেনিক নিউরিসেসের উৎস মনস্তাত্ত্বিক নয়। বরং নুলজিক্যাল। নুস শব্দটি গ্রীক থেকে এসেছে। এর মানে মন। অর্থাৎ এটি মানুষের অস্তিত্বের একটি দিক। এটি লোগোথেরাপির আরেকটি পরিভাষা। যা মানুষের একটি মাত্রার সাথে সম্পৃক্ত।