দালান ভরা এই শহরে
এক যে ছিল হাঘরে।
সারি সারি বাড়ির দিকে
থাকত চেয়ে হাঁ করে।
থাকার মতো ঘর ছিল না
ঘুরত পথে আহা রে!
ভাবত ব’সে যায় না থাকা
বনে কিংবা পাহাড়ে?
এই শহরে সবাই বলে
‘এখান থেকে হটো রে’।
তাই বুঝি সে থাকতে গেল
গাছের ফাঁকা কোটরে।
দালান ভরা এই শহরে
এক যে ছিল হাঘরে।
সারি সারি বাড়ির দিকে
থাকত চেয়ে হাঁ করে।
থাকার মতো ঘর ছিল না
ঘুরত পথে আহা রে!
ভাবত ব’সে যায় না থাকা
বনে কিংবা পাহাড়ে?
এই শহরে সবাই বলে
‘এখান থেকে হটো রে’।
তাই বুঝি সে থাকতে গেল
গাছের ফাঁকা কোটরে।