আরো কিছু ছড়াগ্রন্থ

সেই পাখিটা

যখন আমি আমার ঘরে
একলা বসে থাকি,
হঠাৎ ঘরে এসে পড়ে
রাঙা ঠোঁটের পাখি।

সেই পাখিটা সারা ঘরে
ছড়ায় নানা আলো,
বিশেষ ক’রে টেবিলটিকে
দেখায় আরও ভালো।
পাখিটা সুর ঢালে আমার
লেখার কলম জুড়ে-
কলম হেসে গেয়ে ওঠে
প্রাণ-জুড়ানো সুরে।

পাখিটা ফের চলে গেলে
যায় যে কলম থেমে;
লিখতে গিয়ে পারি না আর,
শুধুই উঠি ঘেমে।

লেখার পাখি না এলে মন
আঁধার ক’রে থাকি,
খেয়ালী সেই পাখিটিকে
বুকটা চিরে ডাকি!

যখন পাখি ফিরে আসে
দুলিয়ে তার পাখা,
লেখার খাতা নেচে ওঠে,
সফল হয় ডাকা।