আরো কিছু ছড়াগ্রন্থ

দীপিতার পাখি

দীপিতা ওর কাঁধে রাখে
ছোট্র পাখি ময়না।
সেই পাখিটা নাচে, হাসে
কিন্তু কথা কয় না।

সেই পাখিটা কেমন যেন,
এমন পাখি হয় না।
রোদের ছটা শরীরে তার
এত্তটুকু সয় না।

দীপিতা তো দুপুর বেলা
ঘরে শুয়ে রয় না।
পাখিটাকে পরায় হেসে
ঝাঁঝাঁ রোদের গয়না।