মিলের খেলা খেলবে বলে
খুলল খোকন খাতা।
খাতায় খাতায় মিল-ধরা ঐ
জাল রয়েছে পাতা।
মিল আসে না, দেয় না ধরা,
ঢুলছে খোকন বসে।
ঘুমের মাঠে মিলটা এলে
ধরবে তখন কষে।
মিল বুঝি দূর বনের হরিণ,
দৌড়ে পালায় শুধু।
মিল ছাড়া এই খাতার পাতা
করছে বেজায় ধুধু।
এই এসেছে, এই তো এল
মেঘপাহাড়ি মিল।
খোকন সোনা দিল হঠাৎ
খাতার দোরে খিল।