আরো কিছু ছড়াগ্রন্থ

দীপিতা তুই যাবি কি আজ

দীপিতা তুই যাবি কি আজ ময়নামতীর মাঠে?
আমার সংগে যাবি এখন পদ্মবতীর ঘাটে?

চাস যদি তুই আনতে পারি পক্ষীরাজের মামা,
আনতে পারি পাষাণপুরীর পরী রানীর জামা।

দীপিতা তুই চাস কি খেতে স্বপ্নমাখা ফল?
তাহলে আয় আমার সংগে খোশ বাগানে চল।

আয় না দু’জন আজকে রাতে তারার দেশে যাই,
তারার কাছে হাতটি পেতে আলোর শোভা চাই।

দীপিতা শোন রাখিস না আর মুখটি করে ভারি
আজকে তোকে যাবোই নিয়ে সবুজ পরীর বাড়ি।