ডানে পানি, বামে পানি,
পানি পশ্চিমে আর পুবে।
তা হলে কি পানির তলে
সারা দেশটা যাবে ডুবে?
পানির তোড়ে ঘর ডুবেছে,
হালের গরু, মুরগিছানা,
ক্ষেতের ফসল সব ডুবেছে,
উধাও চাষির শস্যদানা।
বানের জলে ভেসে গেছে
বাঁশের বাঁশি, পাখির বাসা।
কারও মুখে নেইকো হাসি,
বানের পানি সর্বনাশা।
নদীর পানি সাপের মতো
উঠছে ফুঁসে রেগে মেগে।
এই বিপদে অনেক মানুষ
ঘরের চালে আছে জেগে।
বন্যা যাদের ঘর কেড়েছে,
তাদের জন্যে চাইতো খাবার,
কাপড়, ওষুধ, টাকাকড়ি-
বাঁধবে ওরা ঘর আবার।