জানলা থেকে হঠাৎ দেখি
আকাশটাকে ধরলো ঘিরে
দোয়াত থেকে উল্টে-পড়া
বড্ড কালো রঙ।
ছিলাম বসে ঘরের কোণে,
সামনে ছিল ক্যারাম বোর্ড।
ছিলাম সবাই খেলায় মেতে,
হঠাৎ একি ডঙ!
আকাশ থেকে ঝরলো দেখি
চোখ ধাঁধানো অগ্নি।
সঙ্গে নামে বৃষ্টিধারা,
ওই অগ্নিরই ভগ্নী।
চতুর্দিকে বৃষ্টি নামে,
শহর নয়, নহর।
রিকশা ডোবে, মোটর ডোবে
ডোবে সারা শহর।
ইচ্ছে হলো যাই ছুটে যাই
বৃষ্টিঘেরা বাইরে-
সবাই মিলে বাদলা দিনের
মজার গান গাইরে।