সেই যে কবে চাপলো কাঁধে
সাত সাগরের বুড়ো,
হিসেব কষে দেখছি হলো
হাজার বছর পুরো।
দুধ আনো হে, তামাক আনো’,
বলে কাঁধের বুড়ো,
জলদি আনো কড়াই থেকে
মাছের ল্যাজা মুড়ো।
নইলে বাছা লাথির চোটে
করবো পাঁজর গুঁড়ো।
তোমরা খেয়ো মাঝে মাঝে
মজা খুদের কুঁড়ো।
‘কাঁধ ছেড়ে আর নামছি না তো
নেইকো তাড়াহুড়ো।
মাথায় নিয়ে নাচো সবাই,
গানটি সাথে জুড়ো’।
এই না বলে তুলতে থাকে
সাত সাগরের বুড়ো,
হিসেব কষে দেখছি হলো
হাজার বছর পুরো।