টিকটিকিটা দেয়াল জুড়ে
ঘুরে বেড়ায় আনন্দে।
ঠিক ঠিক সে শোনায় গান
ঘড়ির কাঁটার ছন্দে।
দেখতে দেখতে ভোর চলে যায়,
এসে পড়ে সন্ধে।
ঘাপ্টি মেরে ব’সে থাকে
ছোট্র পোকার গন্ধে।
টিকটিকি তুই খাস নে পোকা,
অহিংসাতে মন দে।
টিকটিকিটা দেয়াল জুড়ে
ঘুরে বেড়ায় আনন্দে।
ঠিক ঠিক সে শোনায় গান
ঘড়ির কাঁটার ছন্দে।
দেখতে দেখতে ভোর চলে যায়,
এসে পড়ে সন্ধে।
ঘাপ্টি মেরে ব’সে থাকে
ছোট্র পোকার গন্ধে।
টিকটিকি তুই খাস নে পোকা,
অহিংসাতে মন দে।